স্বপন অশেষ ছিল, ছিল কত আশা,
হৃদয়ে আবেগ ছিল, ছিল ভালোবাসা।
নিশীথে জোছনা ছিল, মুখে ছিল ভাষা
এসেছিল কাছে প্রিয়, চোখে ছিল নেশা।
সাগরের ঢেউ ছিল কত যে বিদিশা
উতলা সুরেলা পাখি হারালো যে দিশা!
প্রকৃতি উদার ছিল, জাগলো পিয়াসা
দখিনা বাতাসে হিয়া খেলেছিল পাশা!


সুখের মদিরা পিয়ে সহন হারালো
জমে গেলো নীলাকাশে মেঘ জমকালো!
সবার ছুঁচোলো মুখে কালিমা ছড়ালো,
অপয়া-কুলটা বলে সমাজে কাঁদালো!
ক্রমেই হারাতে থাকে অহমিত-আলো!
অমানিশা এসে শেষে শ্বাস কেড়ে নিলো!