স্বেচ্ছায় আসিনি ভবে, এসেছি যার ইচ্ছায়
সৃষ্টি তারই আমি, তাই বলে নেই কি দায়!
শর্ত আরোপ ছাড়াই দাও তার কাছে সপে
তবেই জমবে প্রেম মিলবে খাপে খাপে।


এক ফোঁটা নাপাক জল, কি এমন দামী!
তারপরও চাই হতে শ্রেষ্ঠ, জগতের স্বামী!
নিজেকে বিশাল ভেবে খোদাকে তুচ্ছ জানি
নিজের আইনে চলে প্রভূকে আঘাত হানি!


তারপরও তাকে আমি অবিরত দায়ী করি
তার কথা ছুঁড়ে ফেলে নিজেই ঘুরাই ছড়ি!
নিজের জ্ঞানের কথা নিজেই প্রচার করে
অবাধ্য হয়ে যাই বিধাতারই গড়া ঘরে।


অবশেষে হেরে গিয়ে দোষ দেই তাঁরই
ভাবি না একটি বারও যাব তাঁরই বাড়ি,
সুখের আনন্দ পেতে নগরে অরণ্য গড়ি
দু'কুল হারিয়ে শেষে নিন্দিত পথ ধরি!