অভিসারী রমণীরা দুনিয়ার ভ্রষ্টা
যারা তার সহগামী, তাহারাও নষ্টা!
ঘৃণা করো সবে তারে, কারণ সে দুষ্ট
যতই বলুক কথা, মধুসম মিষ্ট,
সমাজকে কলুষিত করে অবিরত
বিধাতার কাছে ওরা হয় না বিনত!
জীবনের মানে খোঁজে ভোগের সাগরে
অঢেল আনন্দ পায়, রসিক নাগরে।


আগামী প্রজন্ম যদি এভাবেই চলে
ভেসে যাবে সদাচার, অশালীন ঢলে!
ভালোবাসা বলে কিছু থাকবে না আর
বিধাতার অভিশাপে নামবে আঁধার,
প্রলয়ের কালো থাবা করবেই জীর্ণ
অপরূপা-অবনীটা হবেই বিবর্ণ!