সময়ের আড়ালে সময় লুকোয়!
তখন আমি চেয়ে থাকি গোধূলি বেলার
ডুবন্ত সূর্যের পানে, যখন স্পর্শ করে দিগন্ত রেখা।
আমিও একদিন এভাবেই সময়ের আড়াল হয়ে যাবো।
আমিও একদিন মাটির গহীনে মাটি হয়ে যাবো।
স্বপ্নগুলোও মাটির পৃথিবী ছেড়ে হবে আমার সহযাত্রী।


এখানে অনেক ধোঁয়াশা, অনেক চোরাবালির হতাশা!
সন্তর্পনে চলেও পিছলে পড়ি সমান্তরাল খাদের অন্তরালে!
তখন গাঢ় লাল হয়ে আবারও সূর্য উঠে পূবের আকাশে,
তখন দোয়েলও শিস দেয় প্রভাতের জানান দিয়ে।


শীতের সকালগুলো ভেজাবে না আর শিশির বিন্দু দিয়ে,
আর কোন দিন বাজাবো না বাঁশি শিউলি ফুলের বৃন্তে,
আর কোন দিন গাঁথবো না মালা বকুলের ফুল দিয়ে।


বর্ষণ মুখর আবেগী বিকেল আর তো আমায় ডাকবে না,
আদর করে বলবে না এসো, মাখামাখি করি নরম রৌদ্র নিয়ে।
রঙধনুর ভালবাসায় সিক্ত হবো না আর পুলকের আবেশ দিয়ে।