মৃত্যুর চেয়ে সত্য কি আছে
আমার নাই তা জানা ,
তবুও সবাই সদা ভুলে থাকি
বাড়তেই থাকে দেনা!


নিয়মের সাথে প্রতারণা করে
কি যে এক সুখ পাই,
স্বার্থের ছুতোয় ভুলে যাই সবে
কেবা পর কেবা ভাই!


নিরন্নজনের নিই নাতো খোঁজ
প্রতিবেশী অভাবে মরে,
বিপুল সম্পদ ফেলে চলে যাই
ছোট সে মাটির ঘরে!


বারে বারে করি ওমরাহ হজ্ব
জননী পায় না সেবা,
চিকিৎসা বিনা মরে প্রিয়জন
জ্ঞাতিরা হয় বিধবা!


অগণিত সম্পদ করি অপচয়
তবুও করি না দান!
অথচ নিঃস্ব পেলে হতো খুশি
সুখী হতো কত প্রাণ!