আম্ফানের দোর্দন্ড প্রতাপে লন্ডভন্ড উপকুল!
অমানিশার অন্ধকারে গর্জে উঠে রুদ্র ধ্বনি!
একাধারে বিরাজমান করোনার নির্মম থাবা,
উপরন্তু, পবিত্র রমজানের শবেক্কদর রজনী।


জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়!
উত্তাল সাগরে জলোচ্ছাসে হাসে মৃত্যুদূত!
ভয়াল দুর্যোগে কেমন হ য ব র ল অবস্থা!
মানা যায়নি সামাজিক দুরত্ব! মহা বিপদ!


আছড়ে পড়েছে ঢেউ জনপদে হাজার বার;
উড়ে গেছে বাড়ি-ঘর, ভেঙ্গেছে বেড়িবাঁধ!
আবালবৃদ্ধবনিতা খাদ্যহীন কি কষ্টের রাত!
নিশ্চিহ্ন হয়ে গেছে জেলেপল্লী, বিচূর্ণ সাধ!


উপড়ে গেছে বৃক্ষ, ডুবেছে অজস্র জলযান,
মানুষের আহাজারি! মারমুখী ঝড়-তুফান!
ধেয়ে এসে যমদূত কেড়ে নিয়ে গেল প্রাণ!
ঘনীভূত সঙ্কটে ক্লান্ত! চাই কষ্টের অবসান।