দিকে দিকে উচ্চকন্ঠ মানুষ চায়
মুক্ত জীবনের অনুপম স্বাদ!
যেখানেই রইবে অবাধ স্বাধীনতা
হবে সুষম ভাবনার আবাদ?


যেখানে থাকবে ধর্মহীন রীতি-প্রথা
থাকবে অন্নবিকার, সংঘাত,
সেখানে কি জন্মিবে চিন্তার পূর্ণতা-
পেরোবে কি আঁধারী রাত?


আহা কি আনন্দ, রইবে না অর্গল
বাধা-বিপত্তি হবে অবমুক্ত!
ভাবতে ভালো লাগে জাগে শিহরণ!
দেহ-মন রইবে প্রেমাসক্ত!


কেমন হবে সেই স্বপ্নময় মনোগত ?
যখন রবে না আর নিয়ন্ত্রণ!  
বিধিহীন রীতি, সমাজ অরণ্য হলে
রবে কি কারো সাথে বন্ধন?


এ রীতি-নীতি আশা করে দাজ্জাল;
মনের অজান্তেই করি সমর্থন!
হায়! আসলে-আমরা কত নির্বোধ
তাই করছি, যা চায় শয়তান!