অন্তঃসারশূন্য উন্মাদের কল্পনাপ্রসূত
সভ্যতার সঙ্ঘাতে লুকিয়ে আছে
বিশ্ব কাঁপানো প্রলয়ঙ্করী ধ্বংসের বীজ!
যে বীজে জন্ম নেয় ব্রেন্টন ট্যারান্টের মত
নর্দমার কীট!


পাশ্চাত্য সভ্যতা আর শ্বেত ভল্লুক সমার্থক!
যার জাত্যভিমান সৃষ্টির সৌন্দর্যকে করে ম্রিয়মাণ!
যা নাকি বহন করে প্রাগৈতিহাসিক যুগের
হিংস্রতম পশু, বিলুপ্ত ডাইনোসরের অবশেষ!
তবে কালের ব্যবধানে ওরাও হারিয়ে যাবে;
রেখে যাবে যাদুঘরে জীবাশ্ম কতেক!


আন্তঃসভ্যতার সৌহার্দ্যকে সলিল সমাধি দিয়ে
বেষ্টন করে আছে ভয়ানক দানব চতুষ্টয়!
যাদের গতর দিয়ে চুয়ায়ে পড়ে মানবতার খুন!
অহমের ভান্ডারে পরাভবের দহন সক্রিয় আজো;
হয়তো আগামীতে রইবে না নিদর্শন।