পাপড়িগুলো ঝরে পরে নর্দমায়,
কীটের নখের  আঁচড়ে!
ছড়িয়ে পরে দুর্গন্ধ চারিদিকে
আসে না মালীর গোচরে!


খেয়ালী মালীর উন্নাসিকতায়
জমে যায় আবর্জনা,
নিসর্গ প্রেমে আসে স্থবিরতা
থেমে যায় বন্দনা।


বেয়ারা অধীনে ভাবিয়া স্বাধীন
গুনে গুনে ফেলে লাশ,
সতীচ্ছেদ হয়ে কুমারীরা কাঁদে
পড়ে নেয় গলে ফাঁস!


অর্বাচীনের কলমের ডগা
যেন খোলা তলোয়ার,
ফানুসের মাঝে ঘুরপাক খেয়ে
দুর্বলে মানে হার!


আবাবিল পাখি আসবে কি আর
নখে নিয়ে মারনাস্ত্র,
জানে শুধু ত্রাতা, ভাগ্য বিধাতা
দিয়েছেন যিনি শাস্ত্র।