বর্ণ আর শব্দ দিয়ে মালা যদি গাঁথা যায়
তাকে সবে বলে বুঝি কবিতা,
‘ব’র পর ‘বি’ দিয়ে তারপর ‘তা’ দিলে
তেমনই তা হয়ে যায় ‘ববিতা’।


মা’র কোলে শুয়ে শুযে শুনেছি কত দিন
কত ছড়া, কত রঙা কবিতার ছন্দ,
আজ দেখি বুড়ো হয়ে বড় বড় কবিদের
নানা কথা, নানা মত, বাড়ছে দ্বন্দ্ব!


শুরু হয় শোরগোল কতকিছু হয় যে পন্ড
অবশেষে পড়ে থাকে মিঠাই আর মন্ড,
থাকে না ঐক্য, ছোট ছোট হয় কত খন্ড
বিলাপের অতিরেকে বলে শেষে ভন্ড!


হায়! হায়! কারে ছেড়ে কারে বলে কর্তা
রেগেমেগে অবশেষে করে ফেলে ভর্তা,
একে-অপরকে আর করতে পারে না মান্য
এ ভাবেই কত জনে হয়ে যায় বন্য!