অদৃষ্ট একটা হেঁয়ালী!
যা অদৃশ্য থেকে জীবনকে প্রভাবিত করে যায় নিরন্তর!
কখনো দু:স্বপ্নের মত করে জীবনে জেঁকে বসে;
কখনো বা নিয়তির বিধান হয়ে সমাপনী টেনে দেয়!
অদৃষ্ট যদি সুখ আর শান্তির মাঝে  সেতু হ'তো-
তবে স্বপ্নের জয় হ'তো নির্দ্বিধায়।