অধিকারহীন সভ্যতার কি কোন ছাড়পত্র আছে!
হয়তো বা আছে কোনো কোনো দুর্বৃত্তের কাছে!
যারা, অধিকারকে করে রাখতে চায় বিকলাঙ্গ!
অধিকারকে যারা অস্বীকার করে কথার জাদুতে,
তারা নিজেরা বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকে শেষে!


অধিকার যাদের প্রাপ্য, তারা কি অপার্থিব কিছু!
অথচ সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি দিয়েছেন অধিকার।
কারণ, তাঁর হারাবার কিছু নেই, তিনি অদ্বিতীয়।
ক্ষমতাসীনরা শঙ্কায় করে মানুষকে অধিকারহীন!
সাথে অশ্রাব্য ভাষায় প্রয়োগ করে ক্ষমতার দম্ভ!


বিদ্বেষে করে হেয়! মুক্তির আনন্দকে করে ধ্বংস!
অধিকার প্রাপ্ত মানুষকে করে উদ্বুদ্ধ ঘৃণ্য হিংস্রতায়,
শেষে, কষে ধরে বাঁধতে চায় গোলামির জিঞ্জিরে!
অথচ, অধিকার কেড়ে নেবার নেই তার অধিকার!