মানুষ কষ্টসহিষ্ণু প্রাণী।
তবুও মানসিক শক্তি যখন নিঃশ্বেষ হয়ে যায়,
তখন সে ভারমুক্ত হতে চায়।
আড়ালে পথ চলে, বেহিসেবী নানা ভুলে!
নীরবে ভাসায় তরী বানের জলে!
সুখের আতিশয্য স্মৃতির মনিকোঠায় আশ্রয় নেয়!
পৃথিবীকে ভারসাম্যহীন মনে হয়;
মানবিক সম্পর্ক দূরের আকাশে মিটি মিটি
তারা হয়ে দৃষ্টির আড়ালে চলে যায়!


অগোছালো আলাপগুলো প্রলাপের মত বিরক্তি ছড়ায়!
শিল্পীর তুলির আঁচর দুর্বোধ্য হতে হতে
বিষন্ন মেঘের মাঝে বিলীন হয়!
প্রেম, ভালবাসা দুরারোগ্য ব্যধির মত আতঙ্ক ছড়ায়!
অবিশ্বাস আর সন্দেহ হৃদয়কে করে ক্ষত-বিক্ষত;
বিষধর গোখরোর ছোবল হয়ে তাড়িয়ে বেড়ায়!


মুক্তির আকুতি তীব্র থেকে তীব্রতর
হতে হতে দুঃস্বপ্নের কারণ হয়ে যায়!
আশার প্রদীপগুলো একে একে নিভে গিয়ে
অমানিশার আঁধারকে স্বাগত জানায়!
তখনো নিয়তি সময়ের অপেক্ষায় নির্বিকার!  
তথনো মহাকাল নির্বাক চেয়ে রয়!
নীরবচ্ছিন্ন ভাবে পরীক্ষা নেয়!