আগুনে ছাই চাপা দিয়ে
কত মহাজন উজানে নাও বায়,
সুখের নহরে তার হাঙ্গর বাসা বাঁধে
নীরবে-অগোচরে দু’নয়নে অশ্রু ঝরায়!


অঞ্জলী ভরা সোনার মোহর!
পাথর চাপা দিয়ে বেদনা লুকায়,
অবিদিত ঠিকানাটা আবডালে রেখে
সঙ্কটে হৃদয়কে একরকম সান্ত্বনা দেয়!


বিরহের ব্যথা বাজে এই বুকে;
তবু ফেবুর পাতা জুড়ে ছবি ছাপায়!
ঘেঁষাঘেঁষি করে মিছিলে দাঁড়িয়ে রং ছড়ায়!
বড় ভালো আছি বলে অযথাই শুভেচ্ছা জানায়!


পাগলের প্রলাপের মাঝে সূর্যোদয়;
বিভৎস যন্ত্রণা হৃদয়কে গ্রাস করে হায়!
পড়শি মনে করে, ও বাড়ি কত সুখ শোভা পায়!
অথচ, রাতের আঁধারে নির্ঘুম দুঃস্বপ্নরা কুঁড়ে কুঁড়ে খায়!