সংলাপ যদি সঙ-লাপ হয়
সময়ের হবে অপচয়,
হাস্যরসের খোরাক হইয়া
হবে অর্থের অপব্যয়!


ব্যঙ্গ-বিদ্রুপ দিলে উপহার
সময় বিগড়ে যাবে,
নব ইতিহাস নব অধ্যায়ে
অপপরিচিতি পাবে!


হার-জিতের নতুন খেলায়
কার হবে পরাজয়,
দেশবাসী আজ বড় দুর্বল
অরক্ষিত-অসহায়!


জয়ের হাসি হাসবে কেবা
কে চালায় কুটচাল!
কাদের মধ্যে দুষ্টুমি আছে  
বানাবে এটাকে ঢাল!


জনগণ চায়, দেশের শান্তি;
সকলেরই হোক জয়,
স্মরণে রেখ, এদেশ আমার;
সিরিয়া যেন না হয়!