দর্শন সংকটে চেতনার বিভ্রাট;
অতন্দ্র প্রহরীহীন ভঙ্গুর স্বাধীনতা!
দুর্বিনীত প্রজন্ম মোহ’র শিকার!
মূল্যহীন মূল্যবোধেও করি অহংকার!


স্বপ্ন নদীর ঢেউ গুনে গুনে
কাটিয়ে দিলাম কত প্রহর,
স্বপ্ন মেলার অসাড় গল্পে
পেরিয়ে এলাম ঢের বছর!


এক জীবনের বাকি আর কত
আকাঙ্খা দেয় না কাউকে ছাড়,
পাহাড় সমান দু:খ যে বুকে;
দেখবে সে আর কত অবিচার!


পাথরের মত তবু অবিচল সাধ;
ঝাড় বাতি দিয়ে মোড়ানো সুখ,
বিজয়ের ধ্বজা করবে কব্জা!
মেনে নিতে রাজি নয় সে দুখ!


প্রলয়ের রাতে ডুবে যদি তরী
কোথায় পালাবে? শুধুই পাথার!
পাবে না কাউকে সীমানার কাছে
যার সাথে ভাগ করো ব্যাথার!