বিস্ময় এখন সুস্বাদু ফলের মত
থোকা থোকা বৃক্ষশাখে;
মিনিট পাঁচেকের মত চমক দেয়
ফানুসগুলো কাছের আকাশে!


স্ববিরোধিতা পুষে পুষে হৃদয়টা
কেমন মাদকাসক্তদের মত
পানসে হয়ে গেছে!
তাতেই বা দুঃখ কি!


ওরা কথা দিয়েছে,
পাটাতনের কাছাকাছি একটু
আশ্রয় দিয়ে বরণ করে নেবে!
শুধু তাই নয়, রকমারী সব
আয়োজনে পুরস্কার-টুরস্কারও দেবে!


তোমাকে চেনা অত সোজা নয়,
তুমি সব পাত্রেই মানান সই!
তোমার তো পরিচিতি আর ধর্ম একটাই,
তুমি “মানুষ!”


তোমার কি কোন ঠিকানা ছিল?
এখন তুমি হাসবে, খেলবে,
যা খুশি তাই করবে, তাতে কার কি?
না হলে জীবন কেন?
বেকার সময় ক্ষেপন!