এসো ইতিহাসের ময়না তদন্ত করি;
করি আদি থেকে বাড়ন্ত সভ্যতার।
তোমরা ঊষার আলোয় দেখ শিশিরের কান্না
অথচ নিশীথেও ছিল পূর্ণিমা চাঁদের হাসি!


তোমার হাতে ফোটেনি পদ্ম, গোলাপ দল;
আপনারে ভাবো কাননের মহাস্বামী!
সঙ্কট দিয়ে মালা গাঁথ তুমি দিবস-যামিনী
তোমার গভীরে বসতি গড়েছে অযুত অরণ্যচারী!


যোগ-বিয়োগের হিসেব বোঝ না মহাকাশে গড় ঘাঁটি
খাদের কিনারে খেলারাম সেজে পদাঘাতে ভাঙো মাটি!


তুমি হীরকের বিষে আপনারে নাশ গভীর আঁধারে বসি
জরায়ু তোমার পাপের ভাগাড়, খুন ঝরে রাশি রাশি!
তুমি উদ্ধত অনাচারী, সেজেছ ব্রহ্মচারী!


তুমি সুখের বাসরে বিছাও কাঁটার শয্যা!
তুমি দাসখত দিতে চাও?
ধরণীরে ভাবো আপনার জমিদারী?


ওহে ভ্রান্ত পথিক, ঘোরাও তোমার ঘাড়,
নীল নদে ডুবে মমি হয়ে আছে তোমার জ্ঞাতি!
চুকে গেছে অভিসার ।