মনের কোনে লুকিয়ে থাকা অগোছালো শব্দের মালাগুলোই
গল্প-কবতিা, যা শ্রেফ কাল্পনিক! জীবনের সমার্থক নয়।
জীবনের বাস্তবতা গল্প-কবিতার মত নয়;
যখন-তখন কাটা-ছেঁড়া, সংশোধন করা যায় না।
গল্প-কবিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের তরে
জীবনকে বাজি ধরা যায না।


কবি-গল্পকার শব্দ দিয়ে চরিত্র সৃষ্টি করে!
তবে জীবনের প্রতি বিশ্বাসের অপমৃত্যু স্রষ্টারই অপমান!
গল্প-গল্পই! কবিতা-কবিতাই, জীবনের প্রতিশব্দ নয়!
কবি-লেখক-গল্পকার-ঔপন্যাসিক স্রষ্টার সমান্তরাল নয়!
স্রষ্টার আসন যারা চায়, তারাই ভারসাম্য হারায়!