কারো মূল্যবোধ যখন আক্রান্ত হয়
তখন তার হৃদয় কি আনন্দে নাচে?
এমন তো হতে পারে, তার অস্তিত্ব
হুমকির মুখে হুমড়ি খেয়ে লুপ্ত হয়!
অধিকারের সংজ্ঞাটা যখন বিতর্কিত
হয়ে তার চরিত্র হারায়, তখন ছন্দ
পতনের শঙ্কায় ভিত্তি ভুলিয়ে দেয়!


তেজের উত্তাপই বিপ্লবের ঘ্রাণ ছড়ায়!
কৃত্রিম সংকটে আর্ত সত্য খুঁজে মরে;
হাজারো ভিন্নতায় ঐক্যের সেতু গড়ে,
পরিশেষে মিলিত হয় মৈত্রীর আবেগে
ফিরে পেতে হারানো ঐতিহ্যের ধ্বজা।