জীবনের সাথে যুদ্ধ করতে করতে যখন হাঁপিয়ে উঠেছি
পশ্চিমে চেয়ে দেখি, গোধূলি উড়ছে, বেলা নেই বাকি!
ভেবেছিলাম, বৈকালি মিষ্টি রোদে শঙ্খচিলের সাথে
চুটিয়ে গল্প করবো আরো বেশ কিছুটা সময়!


পিছনে তাকিয়ে দেখি, দেহের লম্বা ছায়া বলছে, আসি!
বলছে দেখ, কেমন বেদনার ধুপছায়া, নেই কারো হাসি!
এ ভাবেই কোন ক্ষণে সময় ফুরিয়ে যাবে, সন্ধ্যা বেলায়;
প্রিয়জন বলবে, আরেকটু সময় থাকো, বড় ভালোবাসি।


জানি না কখন এসে বলবে নায়ের মাঝি, পথিক, এসো;
এবার যাবার পালা, বেজেছে ছুটির ঘন্টা, শেষ পাঠশালা!
পরীক্ষা হয়েছে শেষ, অযথা বসে থাকার নেই পরিবেশ
প্রাপ্যফল পেতে নীরবে ছুটে চলি কোথায়, কোন সে দেশ!