এমন কিছু শব্দ উচ্চারিত হ’লে পেশীতে উঠে ঝড়!
প্রশ্নের সম্মুখীন হয় দেশপ্রেম-স্বাধীনতা-সার্বভৌমত্ব,!
জাতি কি সত্যিই ভেতর থেকে ফোকলা হয়ে যাচ্ছে?
প্রশ্নের অবতারনা হ’লেও উত্তর কোথাও বুঝি রুদ্ধ!


অথচ, নবতর পরিবর্তনের অঙ্গীকারই চেতনার উৎস;
বরেণ্যদের নীরবতার ছুতোয় মুক্তির আকুতি হয় স্তব্ধ!
অথচ, দেশপ্রেমের নবতর সংজ্ঞায় কারা মাঠ কাঁপায়?
যারা বুঝে না জনতার চোখের ভাষা তারাই কি ঋদ্ধ?


যে সঙ্কটে জাতি আজ নিমজ্জিত, প্রকাশে রুখিছে ভয়
একটা পুতুল নাচের আসর বুঝি করছে সত্যকে ক্ষয়!
অথচ, ম্রিয়মাণ তারুণ্য আসক্ত হয়েছে স্বার্থের লজ্জায়
যদিও ঝুলছে পরাজয়ের শঙ্কা, কেড়ে নিতে চায় জয়!


যদি ও মুক্তির উদগ্র বাসনা জাতিকে আহবান জানায়
কিন্তু একতার মাঝে অনাস্থা এসে ভ্রান্তি ছড়িয়ে দেয়!
অথচ, নীরবে-আড়ালে কত ছক আঁকে দ্বিষৎ ডেরায়
যে ছকে হারাবে তোমরা মমতার আঁচল, রুক্ষ খরায়!


স্বাধীনতার সংজ্ঞা যদি তোমায় উজ্জীবিত নাই-ই করে
তবে কি তুমি যৌবনদীপ্ত নও, নেই কি দেশপ্রেম অঙ্গে?
ক্রান্তি এ কাল করবে কি ক্ষমা ইতিহাসে রবে লিপিবদ্ধ
হারাবার গ্লানিতে আশাহত হবে হৃদয় অমঙ্গলের সঙ্গে!