থমথমে জলমগ্ন দিঘীর নৈঃশব্দে রাতের নিস্তব্ধতাও উদ্বিগ্ন!
আঁতকে উঠে মুখোশের আড়ালে নৃশংস যমদূত!
নিশ্ছিদ্র নীরবতায় থমকে যায় কৃষ্ণ কালো মেঘ!
সময় চলতে থাকে অমানিশার অন্ধকারেও নিরুদ্বেগ!
সোনালী ফসলের বীজ শূন্য গোলাঘরে ছাড়ে ক্লান্ত দীর্ঘশ্বাস!
ওরা দেখেছে শৈশব-কৈশরে রক্তস্নাত পিচঢালা রাজপথ!
সেই থেকে হৃদয়ে জমছে হিমালয় তুল্য ঘৃণার পর্বত!
সম্মুখভাগে, দ্বারদেশে সমাগতপ্রায় অনিশ্চিত শরৎ-হেমন্ত!
কার পাতে ঠাঁই নেবে পৌষের রসালো পিঠার ভাগ!
এমনও তো হতে পারে, সামনে এসে যাবে অকল্পিত দৃশ্যপট!
পিঠা ভাগের দায়ভার মধ্যস্বত্বভোগীর হাতে তুলে দিয়ে
স্নেহের উষ্ণতায় চলে যাবে ভুবন কাঁপানো দুনিয়াবাজ!