কোলাহল নেই, কেমন থমথমে নিঝুম পরিবেশ!
একটা অব্যক্ত বেদনা গুমড়ে মরে নিমগ্ন হৃদয়ে!
জন-জীবনে চেপে বসেছে নির্মম জগদ্দল পাথর!
কোথাও নেই প্রাণের উচ্ছাস-নেই সুখের আভাস!


কখনো ভাবি, পৃথিবীটাই বুঝি উন্মুক্ত কারাগার!
চতুর্দিকে শুনশান নীরবতা! যেন নীরব মৃত্যুপুরী!
আর কখনোই কি মিটবে না এই দুঃসহ হাহাকার?
কখনো কি পাবো না ফিরে সেই নিরাপদ জনপদ?


গন্তব্যহীন যাত্রায় খুঁজি স্বর্গের নন্দিত স্নিগ্ধ ঠিকানা
অথচ দেহ-মনে লেগে আছে পাপ-পঙ্কিলতার চিহ্ন!
ভোগের উত্সিক্ত বাসনা দূষিত করে স্বপ্নীল প্রাঙ্গন!
এ যেন অনন্তকালের ভ্রষ্টকাব্য! নেই যার অবসান!