চোখের পলকে বর্ণিল পৃথিবী বিবর্ণ হয়ে গেল!
অকস্মাৎ থেমে গেল নিশি ক্যাসিনোর
ঝলমলে আলো-আঁধারীর জমজমাট খেলা!
থেমে গেল বেহায়াদের বীচের নগ্নমেলা!
টুং টাং শব্দহীন বারের অপ্সরী নেই-
নেই জমকালো কনসার্টের সুরের মুর্ছনা!


কোলাহলমুখর শত-সহস্র নামী-দামী শপিংমলের
নিয়ন বাতির ঝলকানিও থমকে গেছে!
কোথায় উবে গেল উৎসাহী মানুষের ভিড়!
দেশী-বিদেশী খাবারের হোটেলগুলো নীরব-নিথর!
ইদানীং দৃশ্যমান নয় ইভটিজিং করা যত বীর!
কারণ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ!
নেই বাহারি রমণীর সর্বত্র পারফিউমের উৎকট গন্ধ!


স্টেডিয়ামের বেয়ারা ঘাসগুলো ক্রমাগত বাড়ন্ত;
খাঁখাঁ করা গ্যালারি বিরহ বেদনায় নতশির!
নেই চার-ছক্কার গ্যালারি পার করা নন্দিত মার,
নেই জনতার করতালি, নেই আনন্দের বাহার!
বিলাসী মানুষগুলো দিনে দিনে হয়ে যায় উদাসীন!
কেউ কি জানতো, এমনি করে স্বপ্নে ধরবে ঘুণ!
অবাক বিশ্ব নীরবে ভাবছে নিজেকে কত নিঃস্ব!