প্রবাসের নিঃশ্বাসে বাতাস ভারী হলেও
দুর্বার সাইক্লোন তাতে কখনও হয় না।
স্বাধীনতার সৈনিকদের অবমূল্যায়নই
জাতির দুর্ভাগ্যের অন্যতম কারণ!
এমনকি বর্গীর আগ্রাসনেও থাকবে না
আর বাঁধার প্রাচীর সম মানব ঢাল!
কারণ, বরাবরই সুফল ভোগীরা নিরাপদ-
আবডাল থেকে উঠে এসে বুঝে নিয়েছে
তাদের দখলীসত্ত্ব মহাজনের প্রশ্রয়ে!
অথচ জাতি কখনও তাদের কাছে রক্তের
ঋণে আবদ্ধ হয়নি মুক্তির আন্দোলনে!
সুসজ্জিত চেয়ারে বসেছে মাল্যভূষিত হয়ে!
আর যাদের বুকের রক্তে সৃষ্টি হলো ইতিহাস!
তাদেরই উত্তরসূরীদের চোখের জলে হলো নদী!
তারাই আমৃত্যু পরীক্ষার কাঠগড়ায় দাঁড়ায়
জবানবন্দী দিতে মাসে মাসে চাঁদে চাঁদে!
কখনও দুস্থ, কখনও অসচ্ছল নামে হয়েছে
তারা খয়রাতি অনুদানের উচ্ছিষ্ট ভোগী!
আবার ওরাই হয়েছে পরে বিতর্কের কেন্দ্রস্থল!
হয়েছে তীব্র ঈর্ষার ঝাঁঝালো বাণে দগ্ধ!
সাবাশ বাংলাদেশ! সাবাশ স্বাধীনতাভোগী!  
ধন্য তোমাদের বাহারি কৃতজ্ঞতা বোধ!