বিজয়ের কবিতাগুলো আবেগাপ্লুত করে চোখ ভিজিয়ে দেয়;
কিন্তু বাস্তবতার নির্মম আঘাতে পাঁজর বিচূর্ণ হয়ে যায়!
অবাধ্য স্মৃতির খিড়কিপথে ফিরে যায় হৃদয়ের চোখ,
সেলিম, হামিদ বক্কার নুরুদের বুলেটবিদ্ধ ঝাঁঝরা
নিথর দেহের দিকে তাকিয়ে নির্বাক হয়ে যাই!
মনের কষ্ট তাজা হয় বর্তমানের ভনিতায়!


মনে পরে শানিকদিয়ার চরে যুদ্ধের কথা;
মনে পরে আমার পাশে থাকা বিমান বাহিনীর
সেলিম ভাইয়ের কথা, পাবনা শহরের অকুতো ভয়
যোদ্ধা হামিদের কথা, সুজানগর থানা আক্রমনের সময়
আমার গ্রুপের বক্কারের কথা, মনে পরে নুরু ভাইয়ের কথা!
অথচ ওরা-আমরা ইতিহাসের পাতার বাইরেই রয়ে গেলাম সর্বদা!



(বি: দ্র: পাবনা শানিকদিয়ার চরের যুদ্ধে বিমান বাহিনীর যোদ্ধা শহীদ সেলিম ভাই, পাবনা শহরের সাহসী যোদ্ধা শহীদ আ: হামিদ এবং সুজানগর থানা আক্রমনের সময় শহীদ নুরু ভাই ও আমার গ্রুপের শহীদ বক্কারের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আজকের কবিতাটি।)