আমাদের সুখী দেখে
মরতে চেয়েছ তুমি-
কতটা স্বপ্ন ছিল হৃদয়ে তোমার,
চুপিসারে অনুভবে
চেয়েছিলে ছোট উপহার।


আমাদের তরে যে মা
খোদা সনে তুলে হাত,
কেঁদে কেঁদে নিশি গুলো করে দিত পার!
ভুলে গেছি সেই মাকে
ভুলে গেছি যত কথা তার!


সে মায়ের দোষ গুলো
খুঁটে খুঁটে বের করে
কটু কথা তারে বলি কত বার বার!
ডাকি না জননী বলে
অকারণে করি পরিহার!


বুকের পাঁজর ভরে
ব্যথা নিয়ে চলে গেলে!
সুখের আঙিনা দেখা হ’লো না তোমার,
বিনিময়ে কিইবা পেলে
মাগো মায়া-মমতার!


যতটা করেছি হেলা
ততটা সয়েছ জ্বালা,
কত দিন কত রাত থেকে অনাহার!
তাকে নিয়ে কাব্য লেখার
আছে কি আমার অধিকার!