শীর্ণ প্রহরে জীর্ণ মুহুরী নিজেকে সাজাতে চায়!
জটিল নিয়মে কুটিল মানুষ বিধান রচিয়া যায়!
আঁধারবাসী ক্ষণেক প্রভায় আলোকিত হতে চায়
ভ্রষ্টাচারের কারিগর হয়ে নরকের অতলে ধায়!


দিব্যজ্ঞানের নিকুচি করিয়া মহাশূন্যে করে ভ্রমণ
অশালীন ভাবে বিলাসব্যসনে রমণী করে রমণ!
প্রলোভন দিয়া প্রলুব্ধ করিয়া, দেখায় কত স্বপন
নিজেকেই ভাবে ভাগ্যবিধাতা! রাখে না গোপন!


আলেয়ার মত ছড়িয়ে জোছনা করে আলাপন;
সুললিত বাক'এ প্রভাবিত কোরে, ভাবে আপন!
প্রতারিত প্রেমী বিদ্রোহ করে যখন বকে প্রলাপ;
প্রলয়ের কালে প্রতারক ফেঁসে করছে বিলাপ!


ধরণীকে ভাবে চিরনিবসন মরণে করিয়া ভয়
প্রকৃতির সাথে করে কোলাকুলি, করিতে জয়!
মহিতে মজিয়া বিনোদি সাজিয়া বিবসন হয়!
অসতী প্রণয়ী করে অভিনয়! মূলত আর্য নয়!