কষ্ট যখন যায়রে ছুঁয়ে
সহ্য সীমার শেষ প্রহর,
স্বপ্ন গুলো ভেংচি কাটে
অসন্তোষের হয় দোসর!


চোখের আলো জ্বালবে যারা
তারাই যদি অন্ধ হয়!
আলোর শিখা জ্বালবে কারা
করবে কারা হৃদয় জয়?


নষ্ট মানুষ সৃষ্টি নিয়ে
বকলে প্রলাপ নির্দ্বিধায়,
অমঙ্গলের আশঙ্কাটাই
নিত্য নতুন বৃদ্ধি পায়।


ভ্রষ্ট লোকের সৃষ্ট পাপে
পিষ্ট মানুষ যন্ত্রনায়,
এমনি করে আর কতদিন
রইবো দুঃখের আস্তানায়!


পাগলা ঘোড়া আসছে ধেয়ে
কেউ কি আছে রুখবে তায়!
ধরবে কষে লাগাম টেনে
আমরা আছি সেই আশায়।