দ্বীপ-দ্বীপান্তরে ভালবাসা পালিয়ে গেলে
দিগ্-দিগন্তে আসবে মহাপ্রলয়,
মিথ্যা হারিয়ে পথ, পাল্টাবে আপন মত
সত্যের কাছে মানবেই পরাজয়।


গগন বিদারী শব্দ বোমায় নামবেই ধস;
ধুম্রজালে বন্দী হবে উদাস,
অগনিত মানব সন্তান আতঙ্কে স্বপ্ন ভুলে
পথের ধূলায় হবে লাশ!


আহ্নিকগতি থমকে গিয়ে সূর্য উদয় হবে
পূবাকাশ ছেড়ে পশ্চিমে,
হতবিহবল জাতি সকল, হবে অসাবধান;
জ্বলবে শিখা, জমবে হিমে!


প্রলাপ তুমি ভাবতেই পার, কে মৃত্যুহীন?
মাতো জমকালো উল্লাসে,
ফাগুন-আগুন একাকার হয়ে করবে ঘীন্;
ধিক্কারিবে আপন বিশ্বাসে!