ক্লান্ত বামের ভ্রান্ত প্রয়াসে
ভেঙ্গেছে স্বপ্ন, ভেঙ্গেছে ঘর,
বিভাজন এসে করেছে টুকরো
স্বজনে-আপনে হয়েছে পর!


স্রষ্টাকে নিয়ে কোরে রসিকতা
জ্ঞানী ভেবে করে অহঙ্কার!
মরীচিকা দেখে চমকিত হয়ে
নির্মাণ করে স্বর্গ দ্বার!


পাপ পুণ্যের মানে না বিভেদ
নিজের খেয়ালে গড়ে সমাজ,
শ্লীল-অশ্লীলে ফারাক বোঝে না
নিজের আইনে চালায় রাজ!


ভারসাম্যের করে না পরোয়া
মানে না পর্দা, করে না লাজ!
সৃষ্টি যে করে সেই শুধু বোঝে
মহা বিশ্বের যত কারুকাজ।


নিজের ঘরে শান্তি হারিয়ে
বিশ্ব শান্তি কেমনে চায়!
ইচ্ছেবিধান রচনা করিয়া
ধ্বংসের পথে এগিয়ে যায়!