গন্ডির বাইরে থেকে অবিরত খুঁজে মরি গন্তব্যের পথ!
বাধার প্রাচীর ভেঙ্গে দেখি আবার, তবুও হারিয়ে যাই!
এভাবে কাটে যদি বহু প্রহর, তবে কি হবে আর ভোর?
যদি আসে শ্রান্তি, অবসন্নতায় দু’চোখে ঝরে যদি জল!


তবু আমি খুঁড়বো আঁধারের তল, খুঁজবো প্রসন্ন সকাল
অতঃপর দেখি যদি আশার আলো, ছড়াবো অনন্তকাল,
আমি দেবদূত নই, আল্লাহ্’র বান্দা হয়েই থাকতে চাই;
তাই, যেটুকু শুনেছি-শিখেছি, আনন্দচিত্তে বিলিয়ে যাই।


আবেগবর্জিত মানুষ কোথায়? সবাই স্বপ্ন দেখে মুক্তির;
খুঁজে পেলে আপনারে, চিনে নিবে সেই তার গমন পথ,
সেই পথে হাঁটবে পান্থ, অপার সে শান্তি প্রাপ্তির আশায়
জীবনের অর্থ জানলে অবশেষে ছুটে যাবে ঐশী নেশায়।


আর কি আছে কিছু অবনীর বুকে এর চেয়েও বড় জয়?
এটাই সত্য, আর সব মেকী, আমি জানি আসবে প্রলয়!
তাই আমি কুড়াই কড়ি, প্রলয়ের পরে যেন পাই না ভয়
মহান দয়াময়! ক্ষমা চাই তোমার কাছে, আর কিছু নয়।