মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও
স্বপ্নের বীজ বুনে যাই,
চোখে জ্বলে লোভ মোহ হিংসা অনির্বাণ!
ভালবাসার গালিচা জুড়ে জেঁকে বসে আছে
হায়েনার হিংস্রতা নিয়ে শকুনির চোখ,
অসত্যবাদীর কপটতায় বিষাক্ত উঠোন,
অশান্তির বীজ বুনে মোহনীয়া ঠোঁট।
ভাবনার অলিন্দে নাই যুক্তির ঠাঁই
অন্ধ বধিরের মত কন্ঠ মিলাই
নষ্ট মানুষের সুরে সুরে!
ইঁদুরের মত নীতিমালা কেটে
ভাগারে উলঙ্গ লাশ ফেলে যাই,
মোহনায় মিলনের আকাঙ্খা নাই,
যন্ত্রণাময় মহানদের বাঁধ ভেঙ্গে দিয়ে
বেদনার পরিধি আরও বাড়াই!
হাসির আড়ালে ফাঁসি!
ট্রিগারে আঙুল রাখি-
কৌশুলী মাতে মহা যজ্ঞে,
আলেয়ার আলোয় হাঁটি
হেঁটে হেঁটে পথ চলি
অবশেষে ফিরে যাই অচলায়তন্ত্রে!