অতীতের খন্ডিত চিত্রও সময়ের ইতিহাস।
মানুষের ভেতরের অমানুষ গুলো যখন
বিবেকের দেয়াল টপকে বেড়িয়ে এসে
মুক্তির আনন্দে ছড়িয়ে দেয় উৎকট কদর্যতা!
মানুষের স্বপ্ন নিয়ে অন্তরালের নষ্ট খেলা গুলো
সামনে চলে আসে অজস্র মানুষের অনুভবে বিস্ময় হয়ে!
মরা গাঙের আলতো ঢেউয়ে বন্ধুর প্রতিচ্ছবি ভাসে;
প্রতীচীর নষ্ট আচার তরঙ্গে চেপে শীর্ষে আসে,
হৃদয়ের রক্তক্ষরণ যন্ত্রণার পাহাড় গড়ে গড়ে
অরক্ষিত স্বাধীনতা সন্দেহের বীজ বুনে যায় সবার মনে।  
নিপীড়ন-প্রতারণা আর মিথ্যাচার
কলঙ্কের তিলক আঁকে ললাট জুড়ে,
তবুও ভালবাসা জাগায় আশা মুক্ত প্রাণের অন্তর্দেশে।
নব্য রবির মিষ্টি প্রভা ধানের শীষে ছন্দ তোলে,
জোছনা মাখা নিশির সাথে ঝিরঝিরিয়ে বাতাস নাচে;
তাইতো আবার স্বপ্ন দেখি মুক্ত দেশে বাঁচব বলে।