তথাকথিত অনেক জ্ঞানীর তার ছিড়ে যায় পাছে!
অবশেষে তারা মাথা নত করে বিশ্বস্রষ্টার কাছে!
মহাসৃষ্টিকে নিয়ে গবেষণা তবু চালায় সর্বদাই;
তালকাটা হয়ে বিদ্বেষ বশে মিছেই করে বড়াই!


সর্বদা ওরা ধরণীরে ভাবে আপন ভোগের গ্রাস
যুক্তি মানে না; স্রষ্টাকে করে অবিরত উপহাস!
অপরাধীদের ছায়া দিয়ে ভাবে কল্যাণে ওরা ন্যস্ত!
নিজেদেরকে চিরজীবি ভেবে অনিয়মে থাকে ব্যস্ত!


অসুন্দরের পূজারীরা সদা সত্যকে করে বিকৃত!
ষড়যন্ত্রের ফসল! তাই অপশক্তির কাছে আশ্রিত!
ওরা অপলাপ করে সময় কাটায় অশিষ্ট আচরণে,
তাই আয়ু বাড়াতেই বিরোধীকে রাখে নিপীড়নে!


জনতাকে ওরা নির্বোধ ভেবে বাড়ায় নিজের ‍বিত্ত;
ভোগের সাগরে জাহাজ ভাসিয়ে হয়ে যায় উন্মত্ত!
সাতে-ভূতে মিলে চুরি করে রাজকোষ করে লুন্ঠন!
জুয়াড় বোর্ডে বিনিয়োগ করে আপসেই করে বন্টন।


অদূরে দাঁড়িয়ে নিয়তি হাসছে; হাসিতেছে মহাকাল,
খেল তামাশায় একাল হারায়, হারাবেও সেই কাল!