জনস্রোতে মিশেছে আকাঙ্খার প্রাবল্য-
কে না চায় সীমায় ফিরে আসুক দ্রব্যমূল্য।
নতুন করে শুরু হলো বিরানীর খেলা,!
কতদিন দেখেনি মানুষ গোস্ত-ভাতের মেলা!
তারপরও প্রতারণা দেখবে কত আর!
এবার বুঝি খুলে যাবে প্রত্যাশার রুদ্ধ দ্বার।
ফের যদি কষ্ট আসে করবেই তা জয়,
দুঃখ যাদের নিত্যসাথী তাদের কিসের ভয়।
আসুক না বাধার পাহাড় করবে ক্ষয়,
আগের মতন পীড়ন করা অতো সহজ নয়!
ছল-চাতুরী চলবে না আর এই বেলা,
অসময়ে খেলবে মানুষ পাবি না আর ভেলা!
যাদের আশায় লড়াই করিস দিনরাতে,
তাদের কথা ভুলতে হবে থাকবে নারে সাথে।