নিরস অবসরে স্মৃতি এসে ভিড় করে
শৈশব, কৈশোর কথা কয় হৃদয়ের সাথে!
কখনো আপ্লুত হই গভীর আবেগে,
কখনো কষ্টরা আহত করে নীরবে!


বিষন্ন এ ক্রান্তিকাল ফিস ফিস করে
কানে কানে বলে, সাবধান থেক!
তোমার চারপাশে শঙ্কা কিলবিল করে
ভয়ানক গজবের অবয়ব নিয়ে!


ছন্দহন্তা  করোনা’র সাথে জুটেছে বন্যা
এমনকি ঈদের আনন্দও করেছে গ্রাস!
সাথে আছে বিশ্ব জালিমের মহা জুলুম
আর অদৃশ্য ভাইরাসের প্রাণঘাতী ত্রাস!