হে আমার অবিনশ্বর আত্মা!
স্রষ্টার দাসত্ব করে অনন্তের পথে হাঁটো;
যেখানে রয়েছে মুক্তির আনন্দ
আর অনিন্দ্য স্বাধীনতা!
যেখানে নেই স্বপ্নের অপমৃত্যু,
বিরহের কাতরতা।


গোধূলি পেরিয়ে গেলে
সময় পাবে না আর!
সুখের ঠিকানা এখনই খুঁজে নাও।
এ ধূলির ধরা কি দিল তোমায়?
দূরাত্মার অভিশপ্ত প্রলোভন!
নির্ঘুম রাত, অতৃপ্ত ভোর,
বিষন্ন দুপুর আর বিরহী সাঁঝ!


তার চেয়ে সেই ভাল;
সীমিত স্বাধীনতা বিসর্জন দিয়ে
চির মুক্তির সন্ধানে সবাই
অনন্তের পথে হাঁটো।


যেখানে আছে প্রেম-ভালবাসা আর
স্রষ্টার দর্শনে নিরন্তর মহাকল্যাণ।