যে আত্মার মালিকই আমি নই;
সেই আত্মাই বেচে আমি ধনী হতে চাই!
ভাবি না, পথিমধ্যে আছে প্রভুর প্রহরী,
যে সর্বগ্রাসী! ছিনিয়ে নেয় সব অর্জন!
এটাই স্বত:সিদ্ধ, এটাই স্রষ্টার বিধান।


তাঁরই ইশারায় এসেছিলাম শূন্যহাতে,
ফিরেও যেতে হবে রিক্ত হস্তে জন্মস্থানে;
মাঝখানের কিছুটা সময় পাবো অবকাশ!
অতঃপর শুরু হবে বিচারের আয়োজন,
যেখানে মিলবে জয়-পরাজয়ের চূড়ান্ত রায়!


যদি হেরে যাই শয়তানের কাছে দ্বন্দ্বে!
পতন আসবে অনন্তকালের নন্দিত ছন্দে,
মহাকাল করবে না ক্ষমা ঈমানের স্খলনে!
এটাই পরীক্ষা! বিকিয়ে দেই কার সৃষ্ট আত্মা
মর্তের স্বার্থে বেঈমান শয়তানের কাছে!
এটাই পরাজয়! পড়ে যাই শিরকের ফাঁদে!
যার ক্ষমা নেই, নেই উত্তম বিনিময়।
শুরু হবে বেদনাদায়ক চরম শাস্তি,
চলবে নিরবচ্ছিন্নভাবে অনন্তকাল।