সত্যকে খোঁজা একটা প্রচেষ্টা;
আর যখন সেটা শুরু হবে,
সেটাই হ’লো যাত্রার শুরু।
সত্য খুঁজে পেতে সংগ্রাম করতে হয়!
সেই সত্যই জীবনকে বদলে দেয়,
যা শুধু বেড়ে যায় প্রদানের মাধ্যমে।
সত্য অসীম, ছড়িয়ে দিতে হবে বিশ্বময়;
সত্য বন্দী থাকে না আঁধার প্রকোষ্ঠে,
তাই তো অজস্র সৃষ্টি আজ সত্যান্বেষী।
তারা স্রষ্টার কাছে করে শির অবনত।
এ এক অপূর্ব দৃশ্য, যা বিগলিত করে।
যদিও সত্যমূখী হওয়া সহজ নয়,
পবিত্র জীবন যাপনের কি এক আকর্ষণ!
তাই, সত্যের কাছে নিজেকে সঁপে দেয়া
এমনই এক মহৎ কাজ, যা বিগতকে
ত্যাজ্য করে নতুন জীবনের মহত্বকে
বরণ করে নেবার অনন্য যাত্রা।