এ জীবনে যতটুকু পাওয়ার ছিল
হয়তো পাই নাই তার বেশিটাই,
তবুও খুশি হবো বিধাতার প্রতি
মরণেরও পরে যদি প্রিয়াকে পাই।


অযথা অকারণে দোষারোপ করবো না
আপনারে নিজ থেকে কভু চিনি নাই,
সুখের শয্যা নিয়ে ভাবি নাই কোনদিনও
সময়ের হিসেবটা কভু করি নাই।


পেরিয়ে এসেছি বেলা করে হেলা ফেলা
জমা খরচের কথা মনে পড়ে নাই,
পড়ন্ত বিকেলে এসে কি হবে হিসেব কষে
বাকি পথটুকু চল এক সাথে যাই।


তোমার স্বপ্ন গুলো মেঘে ঢেকে গিয়েছিল
হয়তো আলোর দেখা পাবে সহসাই,
পাপড়ি ছড়াবে শেষে আপনার প্রভা
হয়তো মুগ্ধ হবে যতটা কখনও আশা কর নাই।


অনিয়মের ফাঁদে পড়ে প্রাচুর্য খুঁজে ফিরি নাই
তুমিও চাওনি আমি সেই পথে যাই,
হয়তো এটাই ভাল পেতে পার ঢের আলো
অনন্ত পথে আমি সেই আলো চাই।


দেখা যদি হ'তো শেষে অসীম অনন্ত দেশে
প্রিয়জন প্রিয়মুখ একত্রে সবাই,
এর চেয়ে বেশি আশা আর কিছু নাই
হৃদয়ে লালন করি এই বাসনাই।