অন্ধকারে ডুবে গেছে অলোকিত পথ
চলাটাই শক্ত বড় মহাজনী রথ!
আসমানী নুড়ি যদি ঝরে ঝর্ ঝর্
আবালবৃদ্ধের বুক, করে ধড়ফড়!
প্রলয় আসবে বলে জানায় আভাস
ভয়ে কাঁপে জনপদ জ্ঞানীর আবাস!
ভূমিধ্বসে-সুনামীতে রবে না কিছুই
ডুববে পূর্ব-পশ্চিম, বাড়ি-ঘর-ভুঁই!


সেই দিন প্রয়োজন খোদার মদত
যাঁর হাতে বাঁচামরা, যে জন মহত,
অথচ, তাঁহারে করি অযুত আঘাত
বিনিময়ে পাবো সবে শত অপঘাত,
সেই জন বুদ্ধিমান, যে করে বিশ্বাস
অবশেষে পাবে বুঝে মুক্তির আশ্বাস।