হাজার গলির লক্ষ প্রাসাদ
তবু পায় না ওরা বাসা,
ইষ্টিশনে ঘুমিয়ে কাটায়
পথকলির নেই আশা!


রেল লাইনের দু’ধার দিয়ে
জীবন কাটায় ছিন্নমূল,
ঝুপড়ি ঘরে বসত করে
পাপড়ি ছেঁড়া নষ্ট ফুল!


মনের কষ্ট অশ্রু হয়ে
ঝরে পড়ে দুই গালে,
বাল্যকালেই খোয়ায় স্বপ্ন
অভিজাতের ছল-চালে!


রঙমহলের ঝাড়বাতিতে
সুবাস ছড়ায় রঙিন ফুল,
সুরার নেশায় অঙ্গ মাড়ায়
বন পাপিয়া হারায় কুল!


এমনি করেই চলছে খেলা
দুলছে সুখের বৃন্দাবন,
অন্ধগলির কান্না শোনার
নেই ভুবনে আপনজন!