জীবন তুমি আর কতদিন
আমায় দেবে সঙ্গ,
আর কত দিন বিরাণ ভূমে
রইবে পড়ে অঙ্গ।


সেই মহাজন ডাকবে কখন
ভিসা হবে কোন সনে,
উজান পথে শ্রান্ত আমি
ক্লান্ত প্রতিক্ষণে।


তারার ভীড়ে জোনাক পোকা
মিট্ মিটিয়ে জ্বলে,
এ কোন খেলা খেলছো প্রভূ
তুমি কাদের দলে?


তুচ্ছ করে তৃপ্তি খোঁজ
যন্ত্রণা দাও এই মনে,
পথ ভুলেছি নীল দরিয়ায়
হার মেনেছি রণে।


পথ ফুরাবে কখন মালিক
কখন যাব সেই দেশে,
এপার কষ্ট ঢের সয়েছি
ওপার নিয়ো বীর বেশে।