নিরুপায় মানুষের পাশে দাঁড়াবার
এই তো সময় দুঃসাহস দেখাবার;
অশ্রদ্ধা করে কিন্তু করো না পাপ
বিনাশ হবে তুমি পেয়ে অভিশাপ।


সততার সাথে যদি করো আচরণ
এভাবেই রবে জেনো হইয়া মহান,
সংকট আসে যখন মানুষের দ্বারে
ঈমান পরীক্ষা হয় প্রভুর দরবারে।


অসহায় মানুষকে দিতে হবে খাদ্য
অন্যথায় করতে হবে অগণ্য শ্রাদ্ধ!
কেন চুরি কর তুমি রিক্তের চাল?
ক্লিষ্টের ঘৃণা নিয়ে বাঁচবে কতকাল?


মানবতা হারালে, মানুষ হয় পশু!
গণকবরে স্থান পাবে অগণন শিশু,
অভুক্ত জনগণের বাড়ছে হাহাকার
চোরাদের ধরিবার নেই চৌকিদার!


রক্ষা পাবে না কেউ শেষ বিচারে
যতই পবিত্র হও ব্যানারের প্রচারে!
কঠিন শাস্তি দিবেন মহান বিচারক
দুনিয়ায় যতই হও শক্তিধর শাসক!