তুমি ছাড়া অবনীতে কে আছে আমার
কখনো আমায় তুমি করো নাগো পর,
সুখের লাগিয়া আমি বাঁধিয়াছি ঘর
থেকে থেকে মনোমাঝে উঠে শুধু ঝড়!
চাঁদের কিরণে দেখি তোমার সুরৎ
হৃদয়ের মাঝে ব্যথা হানিলো জগত,
সমাজ দেখেছি আমি, সাথে পরিবার
সবার হয়েছে জয়, আমি মানি হার!


তুমি সখী পেলে ব্যথা সারাটি জীবন
নিয়তি করিল খেলা ভাঙ্গিল স্বপন!
আকাশে দেখেছ জ্যোতি, জমিনে জহর
কাটে না বিষের জ্বালা, কাটে না প্রহর!
মরণের পরে যেন হয় গো মিলন
তখন থেকো না দূরে রাখিও স্মরণ।