আমার ভালবাসা তোমার হৃদয় যদি ছুঁয়ে ছুঁয়ে যায়
শাড়ির আঁচল দিয়ে লুকাইও না লাজে রাঙা মুখটি,
তোমার আঁখি দু'টি মেলে ধর অপলক
হৃদয়ের চোখ দিয়ে পড়ে নিতে চাই তার ভাষাটি।
ফাগুনের সেই দিনে বাসন্তী শাড়ি পরে
এসেছিলে এলোচুলে নিঃশ্বাসের অনেকটা কাছে,
তোমার ঠোঁট দু'টো ঈষৎ কেঁপেছিল
অথচ শেষ কথা হলো না শোনা!
পূর্ণিমা রাত ভরে শাপলা তুলেছিলে আমারই সাথে
ছোট্ট আঁটোসাটো ছই তোলা নায়ে,
গভীর বিশ্বাসে এই হাতে রেখেছিলে হাত
সে দিনও গেয়েছিলাম ভালোবাসার গান।
আমি তোমার স্বপ্নাকাশের অস্তমিত সূর্য নই,
আরেকটু সাহস করে মেলে দেখ আঁখি;
এখন ও লেগে আছে আমার চিবুক জুড়ে
তোমার মনের কথা অমলিন স্মৃতি হয়ে।
তোমার ইশারা আর সুমিষ্ট হাসি
মনের আঙিনা জুড়ে আজও খেলে যায়।
স্মৃতির পাতা গুলো একে একে মুড়িয়ে দেখ
কার ছবি উঁকি দিয়ে যায় !
প্রতীক্ষার কষ্ট দিয়ে উপেক্ষার প্রহর মাড়িয়ে
হৃদয়টা করেছি ক্ষত-বিক্ষত,
তুমি কী চাও নিরাশার বালুচরে হারিয়ে যাই?
হৃদয়ে জ্বলছে আজও আশার প্রদীপ
দেখে নিও একদিন আমার স্বপ্ন দিয়ে
অভিমান মেটাবো তোমার।
আমি জানি, তোমার ভালবাসার তুলি দিয়ে
সেদিন রাঙিয়ে দেবে শেষের সংলাপ।