সবদিকে ব্যাড়িকেড! রোড়-ঘাট বন্ধ!
জীবনের গল্পগুলো, হারিয়েছে ছন্দ!
মাঝি-মাল্লা করে পণ, কাটবেই ধান!
কৃষক হারিয়ে হুঁশ, দিবে কিরে প্রাণ?
লাঙ্গলের ফলা দিয়ে করবে আবাদ,
হয় তো পাল্লাওয়ালা বাধাবে বিবাদ!
আরো আছে হাতি-ঘোড়া চায় মসনদ,
কি ভাবে করবে কারা অভিযান রদ!


আহারে! ক্ষমতা কত লোভনীয় ফল-
কেড়ে নিতে সকলেই তুলে ধরে বল!
সাগরে পতিত হয় কত ঘোলা জল,
কেউ বা প্রকাশ করে, গোপনীয় ছল্!
হারজিৎ পরিশেষে যাবে কার ভাগে,
খেলা কি সঠিক হবে, মনে প্রশ্ন জাগে!