আমি তো পাথর নই, নই অন্ধ-বধির!
তির্যক বাণগুলো বিদ্ধ হয়ে রক্ত ঝরায়!
তবু চেয়ে থাকি তোমার বিকৃত চেতনার
ঠিকানায় নির্বাক হয়ে! অনুভবের চেষ্টা
করি তৃপ্তির বেপরোয়া চাহিদার নির্লজ্জতা!
উঠে আসে ফেলে আসা কর্দমাক্ত অতীত!
তোমার নষ্ট চর্চাগুলো যে মোটেই পরিবেশ
বান্ধব নয়, সেটাও বোঝা অসাধ্য তোমার!
অর্থ আর পুঁথির বিদ্যা সবাইকে মানায় না।
মগজ, হৃদয় আর রক্তের ধারা সমান নয়;
স্থান-কালের ভিন্নতা থেকে যে বার্তা আসে,
সব ধারা মিশতে পারে কি এক মোহনায়!
নিজে নিজে বড় হলে হতে পারে অনেকেই;
তবে তিনি বুঝবেন ভাল, যিনি মহাবিচারক;
বিচারের ভার আছে যে মহান সত্ত্বার কাছে।